ঋতু বদলের সময়ে ডাবের পানির উপকার

ঋতু বদলের সময়ে ডাবের পানির উপকার


Image result for ঋতু বদলের  সময়ে ডাবের পানির উপকার



শীত বিদায় নিয়ে বসন্ত এসেছে ঋতু বদলের সময়টায় অসুখ ছড়ায় সবচেয়ে বেশি আর তাই এই সময়ে শরীরের খেয়াল রাখা খুব জরুরি রাস্তাঘাটে বের হতে হলে সঙ্গে রাখুন পানি কাজের মাঝে মাঝে ডাবের পানি পান করলে ভালো ফল পেতে পাবেন
ঋতু বদলের এই সময়ে ডাবের পানি পান করে দেখুন, কি অসাধারণ উপকার পাবেন শরীরে। টানা সাতদিন ডাবের পানি পান করলে শরীরের অনেক উপকার হয়। তবে যেকোনও খাবার নিয়মিত খাওয়ার আগে আপনার শরীরের অবস্থা বুঝতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন
চলুন এবার জেনে নেওয়া যাক ডাবের পানির উপকারিতা সম্পর্কে-
) ডাবের পানি হল প্রাকৃতিক স্যালাইন। তাই যারা সমুদ্র উপকূলে বা রোদে কাজ করেন তারা দিনে দুই-তিনটি ডাব খেতে পারেন
) ডাবের পানিতে উপকারী উৎসেচক থাকায় তা হজমে অত্যন্ত সাহায্য করে। অনেকের জন্যই ভারী কিছু খাওয়ার পর ডাবের পানি বেশ উপকারী
) ডাব আমাদের শরীরে পানির ভারসাম্য বজায় রাখে। তাই ক্ষতিকর খাবারের বদলে ডায়েটে রাখুন ডাবের পানি
) এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, সোডিয়াম রয়েছে। তাই শরীরে এসব খনিজের অভাব রুখে দিতে পারে ডাবের পানি
) ডাবের পানিতে মধ্যে রয়েছে মূত্রবর্ধক উপাদান। এটি ইউরিনারি ট্র্যাক্ট পরিষ্কারে সাহায্য করে
) শরীরে শক্তি জোগাতে সাহায্য করে ডাবের পানি
) ডাবের পানি থাইরয়েড হরমোনের উৎপাদন বাড়ায়
) শরীরচর্চার পর এক গ্লাস ডাবের পানি শরীরের শক্তি পুনরুদ্ধারেসাহায্য করে
) প্রতিদিন এক গ্লাস ডাবের পানি পান করলে ত্বক আর্দ্র থাকে। ফলে ব্রণের সমস্যা কমে
১০) ডাবের জলের মধ্যে রয়েছে আঁশ। এটি হজমে বেশ সাহায্য করে। নিয়মিত ডাবের পানি পান করলে গ্যাসট্রিকের সমস্যা কমে
১১) ডাবের পানি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি ইউরিনারি ট্র্যাক্টে সংক্রমণকারী ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে

0 comments :

HOODLES

Gumbo beet greens corn soko endive gumbo gourd. Parsley shallot courgette tatsoi pea sprouts fava bean collard greens dandelion.

JACKETS & SUIT

Gumbo beet greens corn soko endive gumbo gourd. Parsley shallot courgette tatsoi pea sprouts fava bean collard greens dandelion.

SPORT SHOES

Gumbo beet greens corn soko endive gumbo gourd. Parsley shallot courgette tatsoi pea sprouts fava bean collard greens dandelion.

 
Created By SoraTemplates | Distributed By Gooyaabi Templates